সাত সকালে দুঃসংবাদ, উন্নাও-এ বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও কন্যার

উন্নাও (উত্তর প্রদেশ), ২৮ অক্টোবর (হি.স.): সাত সকালে মর্মান্তিক ঘটনা উত্তর প্রদেশের উন্নাও জেলায়| শনিবার সকালে উন্নাও জেলার অচলগঞ্জ থানার অন্তর্গত বেথার গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও কন্যার| মৃতদের নাম হল, বাবা রাজ নারাইন (৫০) এবং তাঁর কন্যা চান্দনি (১৮)|
অচলগঞ্জ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত পুলিশ কর্তা সুনীল কুমার সিং জানিয়েছেন, শনিবার সকালে বেথার গ্রামে কাটিং মেশিন নিয়ে কাজ করছিলেন বাবা রাজ নারাইন ও তাঁর কন্যা চান্দনি| বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে| মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ| সাত সকালে এই ঘটনার জেরে শোকে ভেঙে পড়েছে বেথার গ্রামের বাসিন্দারা|