বেকারদের নিয়ে রসিকতা করছে রাজ্য সরকার, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ বারো হাজার অশিক্ষক পদে চাকুরীর নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দিতে আবদেন করেছে খোদ রাজ্য সরকার৷ বিবেক বর্জিত, প্রতারক সরকার জীবন যৌবন নিয়ে রকিসতায় দেশের মধ্যে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে৷ শুক্রবার বিজেপির রাজ্য কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্ট সরকারকে এমনভাবেই বিধঁলেন দলের মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷
সুপ্রিম কোর্টের অর্ডার কপির উল্লেখ করে তিনি জানিয়েছেন ৩১শে ডিসেম্বর থেকে মামলা ১৬ জানুয়ারী পিছিয়ে দেওয়ার জন্য৷ অশিক্ষক নিয়োগ করে ১০৩২৩ জন শিক্ষককে পুনরায় কর্মসংস্থান দেওয়ার প্রতারণার খোলস খুলে দিয়ে সবাইকে সতর্ক হয়ে বাম বিরোধী আন্দোলনে গর্জে উঠার আহ্বান জানিয়েছেন তিনি ডাঃ সিনহা৷ তিনি অভিযোগ করেছেন, বামফ্রন্ট সরকার সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ণ করে আদালত অবমাননা করেছে৷ সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ঘটনা চাকুরীচ্যুত শিক্ষকদের নিয়ে নিয়োগের নামে দ্বিচারীতার খেলায় লিপ্ত হওয়া৷ অশোক সিনহা সরাসরি বামফ্রন্ট সরকারকে প্রতারক, ভন্ড, বেকার বিদ্রোহী হিসাবে তোপ দেগেছেন৷