বিহারে বিষমদ খেয়ে মৃত ৪, অসুস্থ ৬

রোহতাস (বিহার), ২৮ অক্টোবর (হি.স.): বহুদিন হল বিহারে মদ নিষিদ্ধ, তাও আবার বছর খানেকের বেশি হবে| অথচ সেই বিহারের রোহতাস জেলায় সন্দেহজনক বিষমদ খেয়ে মৃত্যু হল চার জনের| শুক্রবার রাতে রোহতাস জেলার কাচ্ছবা থানার অন্তর্গত দানওয়ার গ্রামে বিষমদ খেয়ে প্রাণ হারান ৪ জন| এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন ৬ জন| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (রোহতাস) মানবজিত্ সিং ধিল্লোন জানিয়েছেন, শুক্রবার রাতে দানওয়ার গ্রামে সন্দেহজনক বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৪ জনের| এছাড়াও ৬ জন অসুস্থ অবস্থায় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিত্সাধীন|
পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ| আপাতত ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে|’ শাহাবাদ রেঞ্জ-এর ডিআইজি মহম্মদ রেহমান জানিয়েছেন, ‘যদি প্রমাণিত হয় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’ উল্লেখ্য, ২০১৫ সালে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে বিহারে মদ নিষিদ্ধ করা হবে| নীতীশ কুমারের প্রতিশ্রুতি মতো ২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে|