টানা বৃষ্টির পর রাজ্যে শিতের হাওয়ার আগমন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ অবশেষে শিতের হাওয়া আসতে শুরু করেছে ত্রিপুরায়৷ বর্ষায় প্রভাব কাটিয়ে শীতের হায়া এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে৷ ভোরে এবং সন্ধ্যার পর তাপমাত্রায় হালকা শীতের আজে থাকছে৷ একই সঙ্গে থাকছে কুয়াশা৷ আগরতলা আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বিগত দু’দিন যাবতই দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে সামান্য নিচে অবস্তান করছে৷ তবে, আকাশে মেঘের আবরণ রয়ে গিয়েছে৷ তাই দিনের সর্বনিম্ন তাপমাত্রী স্বাভাবিকের উপর থাকে৷ দুপুরে গরম অনুভূত হয়৷ এদিকে দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘনরটার তাপমাত্রা কিছুটা নেমে ৩০ ডিগ্রি ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে৷ ভোরে এবং সন্ধ্যায় গাড় কুয়াশা থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে৷