গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে গুয়াহাটিতে উদ্ধার হয়েছে প্রায় ৮৩ লক্ষ টাকার হেরোইন। রেভিনিউ গোয়েন্দা এবং মেট্রো পুলিশের অভিযানে বহু লক্ষ টাকার হেরোইনের সঙ্গে তিন পাচারকারী গ্রেফতার হয়েছে। ধৃতদের সিংহচন্দ্র সিং, গোবিন্দ পাশোয়ান এবং করণ দাস বলে শনাক্ত করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে হানা দিয়ে বিশাল পরিমাণের হেরোইনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথমে রেভিনিউ গোয়েন্দা শাখার অভিযানে রুক্মিণীগাঁও-বেলতলা লিংক রোডে ৩৩০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছে সিংহচন্দ্র সিং এবং গোবিন্দ পাশোয়ানকে। এরা চীনের এই হেরোইনগুলি মেঘালয়ের শিলঙের কোনও গ্রাহকের কাছে বিক্রির তোড়জোড় করছিল। এগুলির বাজারমূল্য ৩৩ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
এদিকে গতকাল গুয়াহাটি মেট্রো পুলিশও পৃথক অভিযান চালিয়ে ফাটাশিল আমবাড়ি থানার অন্তর্গত জ্যোতিকুচি রামনগরের এক গোপন ঘাঁটিতে হানা দিয়ে ৭১.৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে আটক করে পরে গ্রেফতার করা হয়েছে করণ দাস নামের এক কিশোরকে।
পুলিশের কাছে খবর ছিল, উত্তর গুয়াহাটির দৌলগোবিন্দ মার্কেটের করণ রামনগরে তার শ্বশুড় বাড়িতে অবৈধ ড্রাগসের রমরমা ব্যবসা করত। বিভিন্ন জায়গা থেকে কিনে এনে শ্বশুড়ের বাড়িতে মজুত রেখে ফাটাশিল আমবাড়ি এলাকায় দিব্যি ড্রাগস কারবার চালাত করণ। গোপন এই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছে করণ দাসকে।