নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ অক্টোবর৷৷ সর্বপ্রকার কৃষি ঋণ মুকুব ও নতুন করে ঋণ প্রদানের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে উদয়পুর শহর পরিক্রমা করে শুক্রবার নেতাজী সুভাষ ব্রিজের সামনে এক ঘন্টার জন্য পথ অবরোধ আন্দোলন সংগঠিত হয়৷ দুপুর দশটায় পথ অবরোধ শুরু হয়৷ প্রায় পাঁচশ কর্মী সমর্থক এই আন্দোলনে শামিল হয়েছেন৷ পথ অবরোধস্থলে আলোচনা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, দীর্ঘ বাম শাসনে কৃষকদের নিয়ে বিভিন্ন সময়ে রাজনীতি ও দলবাজী করা হয়েছে৷ বাম আমলে কৃষকরা তাদের কৃষিজ পণ্যের ন্যায্য দাম না পেয়ে দিনের পর দিন ঋণগ্রস্থ হচ্ছেন৷ তারপর মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ আর রাজ্য সরকার এই আত্মহত্যার কথা কোনদিন স্বীকার করে না৷ তিনি আরও বলেন, রাজ্যে সেচ, উপযুক্ত সার বীজ ও কীটনাশক সময়মতো না পেয়ে কৃষকরা চাষাবাদে মার খাচ্ছেন৷ এরাজ্যের কৃষকদের উন্নতির জন্য সরকারের সঠিক কোন নীতি বা পরিকল্পনা নেই৷ এদিনের অবরোধ আন্দোলনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন, কৃষক আত্মহত্যা হলেও এরাজ্যের সরকারী খাতায় নাম লিপিবদ্ধ করা হয় না৷ তিনি রাজ্য সরকারকে একপ্রকার তুলোধুনো করে বলেন, যদি অবিলম্বে ত্রিপুরা রাজ্যের সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করা না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ তিনি বলেন জুমিয়া কৃষকদের পুণর্বাসন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ পথ অবরোধ শেষে স্থানীয় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যে সিপিএম সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব৷
2017-10-28