বলরামপুর, ২৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের বলরামপুর জেলায়, তুলসিপুর বলরামপুর হাইওয়েতে জিপ ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বিদেশি পর্যটক সহ ৪ জন| শনিবার দুর্ঘটনাটি ঘটেছে তুলসিপুর বলরামপুর হাইওয়েতে কৌভাপুরের কাছে| আহত বিদেশি পর্যটকরা হলেন, থাইল্যান্ডের নাগরিক সৌমিত্র (৩৫) এবং সুইত্জারল্যান্ডের নাগরিক ইয়াসোমিন (৬৫)| তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শ্রাবস্তী থেকে জিপে চেপে নেপাল অভিমুখে যাচ্ছিলেন বিদেশি পর্যটকরা| কৌভাপুরের কাছে তুলসিপুর বলরামপুর হাইওয়েতে জিপ ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বিদেশি পর্যটক সহ ৪ জন| আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
দিল্লির রোহিণীতে স্কুলভ্যান ও গাড়ির সংঘর্ষ, আহত ৭ জন পড়ুয়া
নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): দিল্লির রোহিণীতে শাহবাদ ডায়েরি এলাকায় স্কুলভ্যান ও গাড়ির সংঘর্ষে আহত হল ৭ জন স্কুল পড়ুয়া| শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শাহবাদ ডায়েরি এলাকায়, মহাদেব চকের কাছে| আহত পড়ুয়াদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিত্সার পর দুই পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়| বাকি পাঁচ জন পড়ুয়া হাসপাতালে চিকিত্সাধীন|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ৯ জন পড়ুয়াকে নিয়ে স্কুল অভিমুখে যাচ্ছিল স্কুলভ্যানটি| মহাদেব চকের কাছে হঠাত্ই গাড়ির সঙ্গে স্কুলভ্যানের সংঘর্ষ হয়| দুর্ঘটনায় কমবেশি আহত হয় ৭ জন স্কুল পড়ুয়া| হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর দু’জন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়| বাকি ৫ জন হাসপাতালে চিকিত্সাধীন| ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ|
অন্ধ্র প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন মহিলার মৃত্যু, ব্যথিত চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ২৮ অক্টোবর (হি.স.): অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায় টিপার ও অটোর সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৬ জন মহিলার| এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন| শনিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব গোদাবরী জেলার মোদেকুরু এলাকায়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, আল্লাভারাম গ্রামের বাসিন্দা কয়েকজন মহিলা অটোতে চেপে ভাদাপাল্লিতে ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন| শনিবার ভোরে মোদেকুরু এলাকায় দ্রুতগতিতে ছুটতে থাকে টিপার ও অটোর সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন মহিলা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এক জন মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই প্রাণ হারান তিনি| গুরুতর আহত অবস্থায় বাকি ৬ জন হাসপাতালে চিকিত্সাধীন| ঘাতক ট্রিপারের চালককে গ্রেফতার করেছে পুলিশ|
সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| দুর্ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি| পরে আহতদের দেখতে হাসপাতালে যান উপ-মুখ্যমন্ত্রী (স্বরাষ্ট্র) এন সি রাজাপ্পা| রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে শ্রীনিবাস পূর্ব গোদাবরী জেলার স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গেও কথা বলেন|