অভয়নগরে অনাথদের হোমে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ শহরের অভয়নগরস্থিত অনাথদের হোমে ভয়াবহ আগুন লাগে শুক্রবার সন্ধ্যয়৷

অভয়নগর অনাথদের হোম আগুন৷ শুক্রবার সন্ধ্যায় তোলা নিজস্ব ছবি৷

ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে৷ অগ্ণিকান্ডের ফলে গোটা এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ঘনবসতিপূর্ণ এলাকায় সন্ধ্যারাতে আগুন লাগায় আশেপাশের লোকজন বাড়িঘরের জিনিসপত্র বাইরে বের করে নিয়েছিলেন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আচমকা অভয়নগরস্থিত অনাথদের হোমে আগুন লাগে৷ সাথে সাথেই খবর দেওয়া হয় আগরতলা ফায়ার স্টেশনে৷ তখন ছয়টা বাজে৷ ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন নিয়ে কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ কিন্তু, তাদের সেখানে আসতে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে৷ শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে অটো চালকরা ফায়ার ইঞ্জিনের সাইরেন বাজানো সত্বেও পাশকাটিয়ে যাওয়ার জন্য সুযোগ দেয়নি৷ তাতে অনেকটা বিলম্ব হয়ে হয়েছে৷ অন্যদিকে, মহারাজগঞ্জ বাজার, এনসিসি থেকেও ইঞ্জিন ছুটে যায়৷ মোট পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ তবে হোমের কোন আবাকিই অক্ষত অবস্থায় আছে বলে জানা গিয়েছে৷