আগরতলা থেকে কাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে রাজধানী এক্সপ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ মাঝে একটা দিন৷ বহু প্রতিক্ষার অবসান হবে৷ ২৮ অক্টোবর দুপুর একটায় রেল পরিষেবায় রাজ্যে ইতিহাস সৃষ্টি করে আগরতলা ষ্টেশনে আনুষ্ঠানিকভাবে সাইরেন বাজবে রাজধানী এক্সপ্রেসের৷ ট্রেনটি রওয়ানা দেবে জাতীয় রাজধানী দিল্লির উদ্দেশ্যে৷ আপাতত সপ্তাহে একদিন চলবে আগরতলা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস৷ মোট ১৪টি বগি নিয়ে আগামী শনিবার দিল্লি রওয়ানা দেবে রাজধানী এক্সপ্রেস৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ে এই রাজধানী এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন৷ আগরতলা স্টেশনে উপস্থিত থাকবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেইন৷ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল তথাগত রায়৷ এছাড়াও থাকবেন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, পরিবহন মন্ত্রী মানিক দে, রাজ্যের তিন সাংসদ এবং স্থানীয় বিধায়ক দিলীপ সরকার৷ সাথে থাকবেন রেলের বিভিন্ন পদাধিকারীরা৷
বৃহস্পতিবার রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে চালানোর সবুজ সংকেত দিয়েছে রেলওয়ে বোর্ড৷ সাথে তৈরি হয়ে গেছে বাণিজ্যিক স্টপেজের তালিকা৷ রাজ্যে এই সুপারফাস্ট ট্রেনটি কেবলমাত্র ধর্মনগরে বাণিজ্যিক স্টপেজ দেবে৷ তাছাড়া দিল্লির আনন্দ বিহার পর্যন্ত নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, হুজাই, গুয়াহাটি, কামাক্ষ্যা, রাঙ্গিয়া, বরপেটা রোড, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনি, পাটলিপুত্র, মুঘলসরাই এবং কানপুরে এই ট্রেনের বানিণজ্যিক স্টপেজ রয়েছে৷ সপ্তাহে প্রতি সোমবার আগরতলা থেকে এবং প্রতি বুধবার দিল্লি থেকে এই ট্রেন চলবে৷ আগরতলা থেকে দিল্লির দুরত্ব এই ট্রেন ৪১ ঘন্টা ৩০ মিনিটে অতিক্রম করবে৷
এই ট্রেনে একটি প্রথম শ্রেণীর এসি কামরা, একটি এসি হট বাফেট কার, দুটি এসি টু টায়ার, আটটি এসি থ্রি টায়ার এবং পাওয়ার কাম লাগেজ ভ্যান দুটি মোট ১৪টি বগি রয়েছে৷ আপাতত নিউ করিমগঞ্জ স্টেশনে এই ট্রেনের কোন বাণিজ্যিক স্টপেজ রাখা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *