নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ একাংশ পুলিশের বিরুদ্ধে দুসৃকতিদের মদত দেওয়ার গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরীর অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷ তিনি কিছুতেই মানতে রাজি নন, একাংশ পুলিশ পক্ষপাতিত্ব করছেন৷ তাঁর দাবী, রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে৷
বুধবার পুলিশ মুখ্য কার্যালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লার কাছে গত ১৯ সেপ্ঢেম্বরের ঘটনায় গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরী রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে যেভাবে আঙ্গুল তুলে ছিলেন তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়৷ শ্রী শুক্লা বলেন, পুলিশ বরাবরই নিরপেক্ষভাবে কাজ করে চলেছে৷ রাজ্য পুলিশ কখনই পক্ষপাতিত্ব করেনা৷ তবে, সেদিনের ঘটনায় যে অভিযোগ উঠেছে, তার তদন্ত চলছে৷ তদন্ত প্রক্রিয়ার উপর পুরো নজর রয়েছে৷ কিন্তু, রাজ্য পুলিশের বিরুদ্ধে এধরণের অভিযোগ সম্পুর্ণ মিথ্যা৷ এই দাবি করে রাজ্য পুলিশের মহানির্দেশক পুলিশের একাংশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে একমত নন বলে জানিয়েছেন৷
তিনি বলেন, কিছু কিছু ঘটনা মোকাবিলা করতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন হতে হয় পুলিশকে৷ কিন্তু, রাজ্য পুলিশ সমস্ত জটিল পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করে চলেছে৷ সেদিনের ঘটনাতেও পুলিশ শক্ত হাতে মোকাবিলা করেছে বলে, জোর গলায় দাবি করেন তিনি৷
এদিকে, সাংবাদিক শান্তনু খুনের ঘটনায় সিটের তদন্ত কার্যের অগ্রগতি সম্পর্কে শ্রী শুক্লা বলেন, সিট তদন্ত সঠিক দিশায় এগিয়ে চলেছে৷ খুনের সাথে জড়িত বহু তথ্য ইতিমধ্যে সিটের হাতে এসেছে৷ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে৷ তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য দিতে পারবেন না বলে এদিন তিনি জানিয়েছেন৷
2017-10-26