জাইকা প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা দেখতে আসছে জাপানের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ জাইকা প্রকল্পে আগামী দিনে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে জাপান থেকে এক প্রতিনিধি দল আগামী মাসে রাজ্যে আসবে৷ তাঁরা মূলত বিনিয়োগের ফলে জনজাতির অংশের কল্যাণে তা কতটা কাজে আসবে সেই সমস্ত দিক পুঙ্খনাপুঙ্খভাবে খতিয়ে দেখবে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতীয়া জানিয়েছে, জাইকা প্রকল্পে নতুন করে আটশ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে৷ ইতিপূর্বে দশ বছরে জাইকা প্রকল্পে চারশ কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷ মূলত কৃষি, বাঁশ, মৎস চাষ ইত্যাদি নিয়ে জাইকা প্রকল্পে কাজ হয়েছে৷ তাতে, রাজ্যের প্রায় ২৮ হাজার পরিবার যুক্ত ছিল৷ নতুন করে জাইকা প্রকল্প শুরু হলে রাজ্যের প্রায় ৫০ হাজার লোক উপকৃত হবেন বলে গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন৷