চুড়াইবাড়িতে দুঃসাহসীক চুরি, থানায় ডেপুটেশন ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ অক্টোবর৷৷ পুনরায় চুরাইবাড়ি থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চুরাইবাড়ি রেল তেমাথা সংলগ্ণ এলাকায় দুঃসাহসীক চুরি৷ গতকাল গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন রেল তেমাথা এলাকায় নিশি কুটম্বুরা একটি দোকানে হানা দেয়৷ রেল তিমাথার সরকারি ডাকঘরের পেছনের বারান্দার দরজা ভেঙ্গে পাশের হানিম উদ্দিনের গালামালের দোকানে ডুকে৷ সাফাই অভিযান চালায় চোরের দল৷ ভোর বেলা দোকানের পেছনে থাকা বাড়ীর মালিক দরজা ভাঙ্গা দেখে দোকানের মালিককে খবর দিলে মালিক হানিম উদ্দিন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন৷ চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এদিকে দোকানের মালিক হানিম উদ্দিন জানান চোরের দল উনার দোকানের পিছনের জানালা ভেঙ্গে দোকানে প্রবেশ করেছে৷ দোকান থেকে নগদ অর্থ সহ অন্যান্য প্রায় ২৫ হাজার টাকার সামগ্রী নিয়ে গেছে৷ তবে পুলিশি ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন৷ অপরদিকে ডাকঘরের পোষ্ট মাস্টার জানান, উনার ডাকঘরে চোর প্রবেশ করেনি৷ ডাকঘরের পেছনের বারান্দার করিডোরকে ব্যবহার করেছে চোরের দল৷ তাই ডাকঘর অক্ষত অবস্থায় আছে বলে জানান পোষ্ট মাস্টার৷ পাশাপাশি এলাকাবাসীও পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ণ তুলেন৷ তারপর চুরাইবাড়ি রেল তেমাথার সকল ব্যাবসায়ীরা একত্রিত হয়ে চুরাইবাড়ি থানার ওসি বিজয় সেনের কাছে ডেপুটেশন দেন৷ অতিসত্ত্বর ঐ চোরের দলকে আটক করার দাবী করেন৷ এলাকাবাসীদের বক্তব্য যদি চুরাইবাড়ি থানার পুলিশ অতিসত্ত্বর ঐ চোরের দলকে আটক না করে তাহলে আগামী  দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন বলেও এলাকাবাসী হুঙ্কার দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *