গ্যাসের কালোবাজারীর বিরুদ্ধে প্রশাসন উদাসীন, জনগণই আটক করল বিস্তর পরিমান সিলিন্ডার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ গ্যাসের কালোবাজারীর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের গোপন সখ্যতায় জনদুর্ভোগ চরমে উঠায় অসন্তোষ নতুন কোন ঘটনা নয়৷ অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান মাঝপথে থমকে গিয়েছে৷ গ্যাস এজেন্সিগুলিতে গ্রাহকরা হয়রানির মুখে পড়ছে৷ বুধবার গ্যাস চুরি রুখতে শহরতলীর উদীয়মান সংঘ এলাকাবাসী ফাঁদ পেতে গাড়ি ভর্তি সিলিন্ডার আটক করেছেন৷ স্থানীয়দের অভিযোগ, বাবুল দেবনাথের বাড়িতে মধ্যরাত থেকে গাড়ি বোঝাই করে সিলিন্ডার বিক্রি হচ্ছে৷ প্রশাসনকে বহুবার জানানো সত্বেও কোন হেলদোল নেই৷ অটো ভর্তি গ্যাস আটক করতেই পালিয়ে গিয়েছে চালক৷ খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে গাড়ি ভর্তি সিলিন্ডার সিজ করে নিয়ে গিয়েছে৷ খাদ্য ও জনসংভরন দপ্তরের কেন হেলদোল নেই কেন, প্রশ্ণ তোলেছেন উদীয়মান সংঘ এলাকার স্থানীয় লোকজন৷ অভিযোগ, বরাবর এই ধরনের অভিযানে মালগুলি বাজেয়াপ্ত হলেও প্রশাসন মূল চক্রের হদিশ পায়নি৷ উদীয়মান সংঘ এলাকায় পুলিশ গ্যাস সিলিন্ডারগুলি উদ্ধার করলেও মূল অভিযুক্ত বেপাত্তা৷ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ জনসাধারণ৷