নয়াদিল্লি, ২৪ অক্টোবর৷৷ গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ দুই দফায় গুজরাতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৯ এবং ১৪ ডিসেম্বর সেখানে নির্বাচন হবে৷ গণনা ১৮ ডিসেম্বর হবে৷
মোট ১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ৯ ডিসেম্বর ৮৯টি আসনে ভোট গ্রহণ হবে৷ দ্বিতীয় দফায় ৯৩টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে ১৪ ডিসেম্বর৷ বর্তমানে গুজরাতে মোট ভোটারের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ৷ মোট ৫০ হাজার ১২৮টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে৷ নির্বাচনে ভিভিপ্যাট ব্যবহৃত হবে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি৷ এদিন নির্বাচন ঘোষণার সাথে সাথেই রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে৷
উল্লেখ্য, গুজরাত বিধানসভার মেয়াদকাল ২৩ জানুয়ারী সমাপ্ত হচ্ছে৷ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত রয়েছে৷
2017-10-25