২৩ নভেম্বর বা তার আগে বসবে রাজ্য বিধানসভার অধিবেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ আগামী ২৩ নভেম্বর বা তার আগে বসবে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন৷ তা হবে বছরের অন্তিম বিধানসভা অধিবেশন৷ এবিষয়ে আইন মন্ত্রী তপন চক্রবর্তী জানান, বছরের অন্তিম তথা বিধানসভার শীতকালীন অধিবেশনের পরবর্তী নির্দিষ্ট তারিখ ২৩ নভেম্বর৷ ফলে, সেদিন বা তার আগে যে কোন সময় বসবে বিধানসভা অধিবেশন৷ এখনো তা চূড়ান্ত হয়নি৷
তবে এটাই বর্তমান সরকারের আমলে অন্তিম বিধানসভা অধিবেশন নাও হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন৷ তাঁর মতে, প্রয়োজনে বিধানসভার শীতকালীন অধিবেশনের পর আবারও বিশেষ অধিবেশন ডাকা হতেও পারে৷