স্বচ্ছতা রক্ষার অজুহাতে রেগা সংকোচনের পথে এগুচ্ছে কেন্দ্রীয় সরকার, তোপ গ্রামোন্নয়ন মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ স্বচ্ছতা রক্ষার অজুহাতে রেগা সংকোচনের পথে এগুচ্ছে কেন্দ্রীয় সরকার, তোপ দাগেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া৷ মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের তিনি জানান, স্বচ্ছতা রক্ষায় নির্দিষ্ট পদ্ধতি থাকা দরকার৷ তাতে কোন দ্বিমত পোষণ করিনা৷ কিন্তু, স্বচ্ছতার নামে এত কিছু করা হচ্ছে, ফলে তিনি মনে করেন, স্বচ্ছতা রক্ষার অজুহাতে রেগা সংকোচন করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের দেওয়া ২৩টি প্রশ্ণের জবাব না দেওয়া পর্যন্ত রেগায় বরাদ্দ বন্ধ থাকবে, এই বিষয়ে প্রতিক্রিয়ায় গ্রামোন্নয়ন মন্ত্রী একথা বলেন৷
তাঁর কটাক্ষ, রেগা প্রকল্পে এমন শর্ত আরোপ করবে কেন্দ্রীয় সরকার যাতে মানুষ আগ্রহ হারিয়ে ফেলেন৷ তিনি বলেন, কেন্দ্র এমন বেড়াজাল তৈরি করতে চাইছে যাতে রেগা প্রকল্প রূপায়ণ বিরক্তিকর বলে মনে হবে৷
তাঁর মতে, স্বচ্ছতা আরো সহজ পদ্ধতিতে রক্ষা করা যায়৷ তিনি বলেন, প্রথমে ইএফএমএস পদ্ধতিতে রেগার টাকা সমস্ত সুবিধাভোগিদের ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হত৷ তাতে কোন আপত্তি করেনি রাজ্য সরকার৷ এরপর পিএফএমএস এবং এখন ন্যাশনাল ইএফএমএস পদ্ধতিতে রেগার মজুরি সুবিধাভোগিদের একাউন্টে পাঠানো হয়৷ তাতেই, জটিলতার সৃষ্টি হয়েছে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, এখন ওয়েজেস ফান্ড কেন্দ্র রাজ্যের কাছে পাঠায় না৷ তিনি ক্ষোভের সুরে বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যকে এত অবিশ্বাস করার দরকার ছিল না৷ তাঁর বক্তব্য, নতুন এই পদ্ধতির ফলে কাজ করানোর পর অর্থ বরাদ্দ না হলে রাজ্য সমস্যায় পড়ছে৷ এখন পর্যন্ত প্রথম কিস্তিতে ১৭৭ কোটি এবং দ্বিতীয় কিস্তিতে ২৫ কোটি টাকা রেগা প্রকল্পে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাতে গড়ে ২৪ দিন কাজ হয়েছে৷
গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, প্রতি বছর নভেম্বর মাসে সাধারণ রেগা প্রকল্পে অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার৷ তাই এবছরও অন্তত মঞ্জুরকৃত লেবার বাজেট অনুসারে কেন্দ্র রাজ্যকে অর্থ বরাদ্দ করবে বলে তিনি আশাবাদী৷ তাতে ৪২ দিনের কাজের টাকা পাওয়া যাবে৷ কিন্তু, রাজ্য সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানাবে বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, কেন্দ্র যে ২৩টি প্রশ্ণের উত্তর চেয়েছে তার মধ্যে অন্যতম হল এখন জিও ট্যাগিং তিনবার সুনিশ্চিত করতে হবে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী, এমন প্রশ্ণের জবাব দিতে রাজ্য সরকার সবরকমভাবে প্রস্তুত৷ সব প্রশ্ণের উত্তর দিতে কিছু সমস্যা আছে৷ তবে, রাজ্য উত্তর দিতে পারবে না এমনটা নয়, জানান তিনি৷ গ্রামোন্নয়ন বলেন, কেন্দ্র বলেছে রেগা প্রকল্পের কাজের জিও ট্যাগিং শুরু এবং সমাপ্তির পাশাপাশি মাঝামাঝি সময়ে কি কাজ হয়েছে তাও জিও ট্যাগিং করতে হবে৷