নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ অক্টোবর৷৷ মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জের বড়কু বাড়ি উপজাতি অধ্যুষিত এলাকার জনগণ বিভিন্ন দাবী নিয়ে সিপাহীজলা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে৷ এলকাবাসীদের বক্তব্য দীর্ঘদিন যাবৎ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত তারা৷ এলাকাবাসীদের তরফে পাঁচ জনের এক প্রতিনিধিদল জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে দাবী সনদ তুলে দিয়েছেন৷
ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে একজন উত্তম দেববর্মা জানিযেছেন, এলাকায় যেসব সমস্যা রয়েছে সেগুলি যদি প্রশাসনের তরফ থেকে সমাধানের চেষ্টা না করা হয় তাহলে আগামীদিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ যেসব দাবীতে তারা ডেপুটেশন দিয়েছে, তার মধ্যে রয়েছে বিশ্রামগঞ্জ থেকে জগাইবাড়ি বায়া বড়কুবাড়ি, জোরা পুকুর পাড় এবং চিকনছড়া পর্যন্ত রাস্তা পাকা করা৷ রাঙ্গাপানী নদীর উপর পাকা সেতু নির্মাণ করা, পানীয় জলের সুব্যবস্থা করা৷ বিদ্যুতের সুবন্দোবস্ত করা৷ জলসেচ এবং আধার কার্ডের ভুলত্রুটি সংশোধন করা৷ জেলা শাসক প্রদীপ চক্রবর্তী দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটেশনের প্রতিনিধিরা৷
2017-10-25