উদ্বোধনের ছয়দিন পরও তালা খুলেনি পঞ্চায়েত অফিসের দরজা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৪ অক্টোবর৷৷ পঞ্চায়েত উদ্বোধন হয়ে গেছে ছয়দিন হল৷ এখনো গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে প্রশাসনিক কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না৷ শুধু তাই নয়, গত ছয়দিন যাবৎ একবারও পঞ্চায়েত অফিসের দরজার তালা খোলা হয়নি৷ ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন ভাটিবাড়ীতে৷
সংবাদে প্রকাশ, কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরীর হাত দিয়ে গত ১৮ অক্টোবর ভাটিবাড়ী পঞ্চায়েতের নতুন পাকাবাড়ির উদ্বোধন হয়৷ এই পঞ্চায়েতটি কোনবান পঞ্চায়েতের সাথে যুক্ত ছিল৷ প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য ভাটিবাড়ী পঞ্চায়েতকে আলাদা করে দেওয়া হয়েছে৷ উদ্বোধন হওয়ার পর একদিনও এই পঞ্চায়েতের তালা খোলা হয়নি৷ বারো কিলোমিটার দূর থেকে জনগণ পঞ্চায়েতে গিয়ে প্রশাসনিক সুবিধা নিতে পারছেন না৷ তাতে প্রতিদিন তারা ক্ষুব্ধ হচ্ছেন৷ এই ব্যাপারে পঞ্চায়েত সচিবের কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান ব্লকে কাজ থাকার জন্য তিনি পঞ্চায়েতে আসতে পারেননি৷ এদিকে, এলাকার জনগণ দাবী করেছেন অবিলম্বে পঞ্চায়েত অফিসের তালা খোলা হোক এবং প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদান করা হোক৷