নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : সেপ্টেম্বর মাসে গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি বাবদ সরকারের আদায় হয়েছে ৯২,১৫০ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, জিএসটি বাবদ এই টাকা আদায় করা হয়েছে ৪২.৯১ লাখ ব্যবসা থেকে। আরও জানা গিয়েছে, সেপ্টেম্বরে জিএসটিআর – থ্রি বি রিটার্ন বাবদ ৪২.৯১ লক্ষ সংখ্যক ব্যবসা ওই পরিমাণ জিএসটি জমা করেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ইন্টিগ্রেটেড জিএসটি খাতে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮,৯৪৮ কোটি টাকা। রফতানি থেকে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বাবদ আদায় হয়েছে ২৩,৯৫১ কোটি টাকা। উল্লেখ্য, গত জুলাইয়ে জিএসটি বাবদ আদায় হয়েছে ৯৫,০০০ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ। আগস্টে জিএসটি বাবদ করা হয়েছে ৯১,০০০ কোটি টাকারও বেশি।
2017-10-24