রাজ্যে উন্মুক্ত ইন্দো-বাংলা সীমান্ত ঘুরে দেখলেন বর্ডার মেনেজম্যান্ট কমিটির প্রতিনিধিরা, রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্ট ও স্বরাষ্ট্র মন্ত্রকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বিলোনিয়া, ২৩ অক্টোবর৷৷ কাঁটা তারের বেড়া বিহীন সীমান্ত এলাকা পরিদর্শন করেছে বর্ডার

বিলোনীয়া সীমান্তে বর্ডার মেনেজম্যান্ট কমিটির প্রতিনিধিরা৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

ম্যানেজমেন্ট কমিটির একটি টিম৷ কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক একে মাঙ্গোত্রার নেতৃত্বে এই টিম সোমবার ধলাই, বিলোনিয়া, সাব্রুম এবং সোনামুড়ায় সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শনকালে বিএসএফ শীর্ষ আধিকারিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ জানা গেছে, রাজ্যে যে সমস্ত সীমান্ত এলাকায় এখনও কাঁটা তারের বেড়া লাগানো হয়নি, সে সংক্রান্ত একটি রিপোর্ট এই টিম রাজ্য পরিদর্শন শেষে তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সুপ্রিম কোর্টে জমা দেবে৷ মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশে বর্ডার ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়েছে৷ এই কমিটির অন্য দুই সদস্য বিএসএফের প্রাক্তন মহানির্দেশক ডিকে পাঠক এবং প্রফেসার আব্দুল মান্নান এদিন পরিদর্শনকালে শ্রী মাঙ্গোত্রার সাথে ছিলেন৷
জানা গেছে, ধলাই জেলায় কাঁটা তারের বেড়া বিহীন সীমান্ত এলাকা প্রথমে পরিদর্শন করেন এই টিমের সদস্যরা৷ তাঁদের সাথে ছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীব কুমার ওঝা এবং ডিআইজি অপারেশান বিকে বোরা৷ ধলাই জেলায় সীমান্ত পরিদর্শনকালে জেলা শাসক সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তাঁদের সাথে ছিলেন৷ সেখান থেকে তাঁরা সাব্রুমে গিয়ে সীমান্ত পরিদর্শন করে বিলোনিয়ায় যান৷ সেখানে সার্কিট হাউসে বিএসএফ এবং দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেন৷ মূলত, বিলোনিয়ায় সীমান্ত এলাকা পরিদর্শনকালে মুহুরি চড়ের বিতর্কিত অংশ নিয়ে বিএসএফের আইজির সাথে বিস্তারিত আলোচনা করেন৷ বিলোনিয়ায় সীমান্ত এলাকায় পিলার নম্বর ২১৫৯ এর অন্তর্গত সাব পিলার ৪এস থেকে ২০ পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করে দেখেন ঐ টিমের সদস্যরা৷ বর্তমান ম্যাপ এবং চাকনা রোসনাবাদের পুরাতন ম্যাপ ঐ টিমের সদস্যদের দেখিয়েছেন বিএসএফের আইজি৷
বিলোনিয়ায় সীমান্ত এলাকা পরিদর্শন শেষে তাঁরা সোনামুড়ায় সীমান্ত এলাকা ঘুরে দেখেন৷ সেখানেও বেশ কিছু জায়গা নিয়ে এখনও কাঁটা তারের বেড়া লাগানো সম্ভব হয়ে উঠেনি৷ ঐ টিমের সদস্যরা সোনামুড়ায় সীমান্ত এলাকায় বর্তমান পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন৷ সূত্র অনুসারে জানা গেছে, ঐ সমস্ত সীমান্ত এলাকা পরিদর্শন শেষে শ্রী মাঙ্গোত্রার নেতৃত্বে তিন সদস্যক টিম আগরতলায় ফিরে এসে শালবাগানে বিএসএফ মুখ্য কার্যালয়ে সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ বিএসএফের কাছে কাঁটা তারের বেড়া নির্মাণ সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়েছেন৷ সূত্রের খবর, ভারত-বাংলা সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের পুরো তথ্য তাঁদের কাছে দেওয়ার জন্য বলা হয়েছে৷ জানাগেছে, আগামীকাল তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ পাশাপাশি খুব শীঘ্রই রাজ্যের সীমান্ত এলাকায় কাঁটা তার নির্মাণ সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে এই টিম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *