মর্মান্তিক ঘটনা, ফলগু নদীতে স্নান করতে নেমে ডুবে গেল তিন নাবালক

জেহানাবাদ (বিহার), ২৪ অক্টোবর (হি.স.): বিহারের জেহানাবাদে ফলগু নদীতে স্নান করতে নেমে ডুবে গেল তিন নাবালক| গ্রামবাসীদের তত্পরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এক নাবালককে| হুলাসগঞ্জ পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জ দীপক কুমার জানিয়েছেন, মঙ্গলবার সুকিয়ামা ঘাটের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| ফলগু নদীতে স্নান করার সময় আচমকাই ডুবে যায় চার জন নাবালক| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এক নাবালককে| কিন্তু, তিন নাবালক ডুবে যায়|
অফিসার ইন-চার্জ দীপক কুমার আরও জানিয়েছেন, মৃত তিন নাবালকের নাম হল, অঙ্কিত পাণ্ডে (১২), দেব পাণ্ডে (১) এবং আয়ুষ পণ্ডিত (১২)| গ্রামবাসীদের তত্পরতায় ভোলা পণ্ডিত (১৩) নামে এক নাবালককে উদ্ধার করে জেহানাবাদ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| গ্রামবাসীরা জানিয়েছেন, অঙ্কিত পাণ্ডে এবং দেব পাণ্ডে সম্পর্কে দাদা-ভাই|