বড়সড় সাফল্য এনআইএ-র, ধৃত হিজবুল প্রধানের ছেলে ইউসুফ

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): বড়সড় সাফল্য পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| ২০১১ সালের সন্ত্রাসে অর্থ যোগানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হল হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহুদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে| সৌদি আরবে হিজবুল মুজাহিদিন নেতা আইজাজ আহমেদ ভাটের সঙ্গে ইউসুফের প্রত্যক্ষ যোগ থাকার প্রমাণ মিলেছে| ভূস্বর্গে নাশকতা চালাতে ইউসুফ আইজাজের থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন মারফত্ টাকাও নিয়েছে| ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর চারবার হিজবুলের থেকে টাকা গ্রহণ করেছে ইউসুফ|
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর সরকারের কৃষি দফতরের সহকারী গ্রামীণ বিকাশ আধিকারিকের পদে নিযুক্ত ছিলেন মহম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহুদ্দিনের ছেলে সৈয়দ শাহিদ ইউসুফ| বদগামের সুইবাগ গ্রামে পরিবার নিয়ে থাকে ইউসুফ| সন্ত্রাসে অর্থ যোগানের দায়ে ইউসুফকে এর আগে সমন পাঠিয়েছিল এনআইএ| মঙ্গলবার এনআইএ দফতরে পৌঁছন মাত্রই সালাহুদ্দিনের ছেলে ইউসুফকে গ্রেফতার করে এনআইএ|