পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপর গ্রেনেড হামলা, হতাহতের খবর নেই

শ্রীনগর, ২৪ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর উপর গ্রেনেড হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা| মঙ্গলবার সকালে ত্রালে নিরাপত্তা বাহিনীর একটি দল টহল দিচ্ছিল| সেই সময় আচমকাই বাহিনীকে লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করে| এই জঙ্গি হামলার ঘটনায় হতাহতের কোনও খবর নেই| জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী|
উল্লেখ্য, ভূস্বর্গে জঙ্গিদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে| দিন তিনেক আগে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র বিধায়ক মুস্তাক আহমেদ শাহ-র বাড়িতে গ্রেনেড নিক্ষেরপ করে জঙ্গিরা| সৌভাগ্যক্রমে ওই ঘটনায় কেউ হতাহত হননি|