খুনের মামলায় আসামী গ্রেপ্তার, উদ্ধার রক্তমাখা দা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৩ অক্টোবর৷৷ বক্সনগর রহিমপুর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে পুলিশ পরিকল্পীত খুনের গন্ধ পেয়ে ইতিমধ্যে পুলিশ দুলাল হোসেন (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে৷ তল্লাশি চালিয়ে ঐ ব্যাক্তির ঘর থেকে রক্তমাখা দা উদ্ধার করে৷ কিছুদিন আগে রহিমপুর একটি পুকুর থেকে তাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷ নিহতের পরিবারের পক্ষ থেকে খুনের আভিযোগ করে দুজনের নামে মামলা কবে৷  দুলাল হোসেন ও মাহাবুর হোসেন তাদের মধ্যে থেকে দা সহ দুলালকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আজ৷ ধৃত ব্যাক্তি এলাকার একজন কুখ্যাত মাফিয়া, পাচাকারী ও জোড়া খুনের আসামী বলে জানা গেছে৷ তার বাড়ী বিশালগড় দুর্গানগর এলাকায়৷ সম্প্রীতি দুলাল হোসেন, তাজুল এর বাড়ী থেকে ছাগল চুরি করে এরই  সূত্র ধরে ঝগরা হয় তাদের মধ্যে৷ এর পরই তাজুল নিখোঁজ হয়৷ পরের দিন পুকুরে তার মৃতদেহ উদদ্ধার হয়৷ দুলাল হোসেনকে গ্রেপ্তার করেছে কলমচৌড়া থানার পুলিশ৷ দোষীদের শাস্তির দাবী জানিয়ে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *