মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.): বি-টাউনের নতুন মা হলেন বলিউড অভিনেত্রী এষা দেওল| সোমবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওল| ইনস্টাগ্রাম-এর সৌজন্যে ভক্তদের এই খুশির খবর জানিয়েছেন এষা দেওল নিজেই| হাসপাতাল সূত্রের খবর, এষা ও তাঁর মেয়ে উভয়েই সুস্থ রয়েছেন| সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এষার স্বামী ভরত জানিয়েছেন, ‘আজ আমি ঠিক কতটা খুশি সেটা প্রকাশ করা খুব কঠিন| মনে হয় আমাদের মেয়েকে আমার মতোই দেখতে হয়েছে| আর ও যখন হেসে উঠবে, গোটা পৃথিবী তখন হাসবে|’ কন্যা সন্তানের নামও ভাবা হয়েছে বলে জানালেন নতুন বাবা ভরত|
২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বাগদানের পর ওই বছরই জুন মাসে সাতপাকে বাধা পরেন এষা ও ভরত| দু’জনেই ছোটবেলার বন্ধু| ২০১৭ সালের এপ্রিল মাসে এষা সন্তানসম্ভবা বলে জানিয়েছিলেন তাঁর স্বামী ভরত তখতানি| নতুন অতিথির আগমণে দুই পরিবারেই এখনও আনন্দের মুহূর্ত| প্রসঙ্গত, ছোট মেয়ে অহনার ছেলের পর, এবার এষার মেয়ে| দ্বিতীয়বারের জন্য দাদু-দিদা হলেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র|
2017-10-23