বই লিখতে চলেছেন পুজা ভট্ট

মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.) : নিজের ফেলে আসা ৪৫ টা বসন্তের স্মৃতিচারণা করে বই লিখতে চলেছেন মহেশ ভট্টের কন্যা পুজা ভট্ট। দীর্ঘদিন হল রুপোলি পর্দায় আর দেখা যায় না পুজা ভট্টকে। কিন্তু সাদক এবং দিল হ্যায় কি মানতা নেহির মতো সিনেমার জন্য আজও দর্শকদের মনে সমানভাবে জনপ্রিয় পুজা ভট্ট। নিজের জীবন সংগ্রামকে বই আকারে প্রকাশিত করবেন পুজা ভট্ট।
মদের নেশার থেকে নিজেকে কীভাবে ফিরিয়ে এনেছিলেন তিনি সেটাও তার বইতে থাকবে। আগামী বছর বইটি প্রকাশিত হবে। যদিও স্বরচিত বইটিকে নিজের আত্মজীবনী হিসেবে দেখতে নারাজ পুজা ভট্ট। তার দাবি মাত্র ৪৫ বছর বয়সে নিজের আত্মজীবনী লেখার জন্য ঠিক সময় নয়। তার মতো জীবন সংগ্রামরত মানুষদের অনুপ্রাণিত করার জন্যই বইটি লিখছেন পুজা ভট্ট।