শেষ চারে ভারতের কিদাম্বি শ্রীকান্ত

ডেনমার্ক, ২১ অক্টোবর (হি.স.) : ডেনমার্ক সুপার সিরিজ ব্যাডমিন্টনের শেষ চারে ভারতের কিদাম্বি শ্রীকান্ত। শুক্রবারই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন সাইনা নেহওয়াল এবং এইচ এস প্রণয়। ভারতের আশা ছিলেন শুধু শ্রীকান্ত। বিশ্বের এক নম্বর ড্যানিশ তারকা ভিক্টর অ্যাক্সেলসেনকে ১৪-২১, ২২-২০, ২১-৭ পয়েন্টে হারিয়ে পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন শ্রীকান্ত। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক। প্রথম গেমটা হেরে গিয়েছিলেন শ্রীকান্ত। দ্বিতীয় গেমে দুর্দান্ত লড়াইয়ের পর জিতে নেন। তৃতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভারতীয় তারকা। ৫৫ মিনিটেই ম্যাচ শেষ করে দেন বিশ্বের ৮ নম্বর শ্রীকান্ত।