বাংলাদেশে পাচারকালে চল্লিশ লক্ষ টাকার কাপড় ও পাঁচ লক্ষ টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ বক্সনগর, ২০ অক্টোবর৷৷ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চল্লিশ লক্ষ টাকার কাপড় উদ্ধার

বাগমা বিএসএফ ক্যাম্পে বাজেয়াপ্ত করা কাপড়৷ ছবি নিজস্ব৷

করল বিএসএফ জওয়ানরা৷ রেডিমেট কাপড়গুলি বস্তাবন্দী করে বাংলাদেশে পাচারকালে পাচারকারীদের ধাওয়া করে দক্ষিণ ত্রিপুরা জেলায় বাগমা ক্যাম্পে জওয়ানরা আটক করেছে কাপড়গুলি৷ তবে দেওয়ালী মেলা উপলক্ষ্যে পুলিশের বেশির ভাগ কর্মী ছিল উদয়পুর দেওয়ালীতে৷ এরই সুযোগে দক্ষিণ ত্রিপুরার আমলীঘাট ফেনী নদীর দিয়ে পাচার করার সময়ে বিএসএফের জওয়ানরা আটক করেছে কাপড়গুলি৷ পিছু ধাওয়া দেওয়ার সময়ে পাচারকারীরা পলিয়ে যেতে সক্ষম হয়৷ চোরাকারবারীদের ফেলে যাওয়া প্রায় ৪০ লক্ষ টাকার কাপড় উদ্ধার করা হয়৷ বিএসএফের ৩১নং ব্যাটেলিয়ান কর্মীরা কাপড় গুলি সিজ করেছে৷ তাছাড়া বিএসএফের এককর্মী জানান ঐদিন দেওয়ালী উপলক্ষে ভারত-বাংলাদেশ সিমান্ত ছিল স্বাভাবিক৷ দেওয়ালী মেলাতে প্রচুর বাংলাদেশি মানুষ উপস্থিত হয়৷ এরই সুযোগে এই অবৈধ কাজ করতে চেয়েছিল৷
এদিকে, এদিকে, দীপাবলির রাতে গোপন খবরের ভিত্তিতে বক্সনগরের কলমচৌড়া এলাকার আদমপুর গ্রাম থেকে বিএসএফ ও পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ ঐ নেশা সামগ্রী মূলতঃ বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷ ঐদিন বিএসএফ ও পুলিশ পাঁচ লক্ষ টাকার ফেন্সিডিল ও একশ কিলোগ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ এদিকে, বিএসএফ ও পুলিশ জানিয়েছে আগামীদিনে এই ধরনের অভিযান জারী থাকবে৷ ফেন্সিডিলের পরিমান ৯০০ বোতল৷ বাংলাদেশে পাচারের জন্য এগুলি সেখানে মজুত রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷