লখনউ, ২১ অক্টোবর (হি.স.) : ফের সংবাদিক খুন৷ এবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে৷ পুলিশ সূত্তে জানা গিয়েছে, প্রকাশ্যে গুলি করে খুন করা হল সাংবাদিক রাজেশ মিশ্রকে৷ নিহত সাংবাদিক একজন আরএসএস কর্মী৷ শনিবার গাজিপুরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ মিশ্রের৷ এই খুনের জেরে এলাকায় ছড়িয়েছে বিক্ষোভ৷
সম্প্রতি কর্নাটকে খুন করা হয় বিশিষ্ট সাংবাদিক গৌরি লঙ্কেশকে৷ এরপরেই ত্রিপুরায় উপজাতি বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে খুন হন শান্তনু ভৌমিক৷ দুটি ঘটনাই দেশজুড়ে আলোড়ন ফেলেছে৷