অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে আজ দুর্বার মালি-ঘানা, দেদার বিকোচ্ছে বর্ষাতি

গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) :গুয়াহাটিতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আনন্দে জল ঢেলে দিয়েছে লাগাতার বৃষ্টি। বিগত দিনের খেলাগুলির মতো আজকের দুর্বার খেলায়ও মাদকতা দেখা যাচ্ছে। হোক না ভারী বৃষ্টি, মালি-ঘানার খেলা দেখতেই হবে। তাই ইতিমধ্যে বাজারে রেইনকোট কেনার হিড়িকও পড়ে গেছে।

আজ শনিবার সরুসজাই ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়াৰ্টার ফাইনালের মালির মুখোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ান ঘানা। কেউ কাউকে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনি দিতে রাজি নন। জবরদস্ত ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা পাঁচটায়। দুর্বার প্রদর্শন দিতে তৈরি দু-দলের খেলোয়াড়।

শেষ ম্যাচের জয় মালি-কে কিছুটা আত্মবিশ্বাসী করে তুলেছে। ভাবেসাবে বোঝা গেছে মালি-র কোচ জোনাস কলোও কমলার কথাবার্তায়। তিনি বলেছেন, এত দূর এসেও ঘানাকে সহজে নিচ্ছেন না তাঁরা। শনিবারের ম্যাচ তাঁদের কাছে অতি গুরুত্বপূৰ্ণ। তবে এর জন্য আলাদা কোনও রণনীতি তাঁদের নেই। আগে যেমন খেলেছেন তাঁর খেলোয়াড়রা তেমনই আজ খেলবেন। বলেন, ‘ভারতের ক্রীড়ানুমোদী দৰ্শকদের অকুণ্ঠ সমৰ্থন আমাদের সাহস যোগাচ্ছে।’ খারাপ আবহাওয়া প্রসঙ্গে বলেন, এ ধরনের প্রতিকূল আবহাওয়া ফুটবল খেলায় কোনও প্ৰভাব ফেলবে না। তবে দর্শকদের কিছুটা হয়রান করতে পারে। আর দর্শকদের উচ্ছ্বাস ছাড়া খেলাই জমে না, বলেছেন মালি-র কোচ কলোও কমলা।

এদিকে, ঘানা-র কোচ স্যামুয়েল ফ্যাবিনও আজকের ম্যাচে তাঁরা জয়ী হবেন বলে দৃঢ়তার সঙ্গে আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা যে সেরা আজ তাঁর খেলোয়াড়রা প্রমাণ করবেন। তাছাড়া তাঁর দলের অধিনায়ক এরিক আইয়াও যে ফর্মে রয়েছেন সে প্রসঙ্গও টেনে এনেছেন ফ্যাবিন। ৬ অক্টোবর থেকে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শুরু হয়েছিল গুয়াহাটিতে।