এখনও গুজরাত বিধানসভা ভোটের দিন ঘোষণা না করায় কমিশনকে আক্রমণ চিদম্বরমের

নয়াদিল্লি, ২০ অক্টোবর(হি.স.) : এখনও গুজরাতের বিধানসভা ভোটের দিন ঘোষণা না করায় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। শুক্রবার টুইটারে ক্ষোভ প্রকাশ করেন চিদম্বরম ।
টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, গুজরাত সরকার সমস্ত ছাড় ও প্রতিশ্রুতি ঘোষণার পর নির্বাচন কমিশনের শীত ঘুম ভাঙবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাতের ভোটের দিন ঘোষণার দায়িত্ব দিয়েছে কমিশন। প্রধানমন্ত্রী তাঁর শেষ প্রচার সভায় সেই দিন ঘোষণা করবেন।
তবে চিদম্বরমের পাল্টা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি শুক্রবার চিদম্বরমের টুইটের জবাবে বলেন, ‘আমার মনে হয় গুজরাট বিধানসভার নির্বাচন নিয়ে ভয় পাচ্ছেন চিদম্বরম–সহ গোটা কংগ্রেস নেতৃত্ব।
আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট যাচ্ছেন তাঁর স্বপ্নের প্রকল্প রো রো ফেরি সার্ভিসের উদ্বোধন করতে। তার আগে দীপাবলির ঠিক পরেরদিন সকালে এই তির্যক টুইটের মাধ্যমেই ফের দুই যুযুধান প্রতিপক্ষকে লড়াইয়ে নামিয়ে দিল ।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর কমিশনের হিমাচল প্রদেশ এবং গুজরাটের ভোটের নির্ঘন্ট ঘোষণা করার কথা ছিল। কিন্তু সেখানে শুধু হিমাচলের নির্ঘন্ট ঘোষণা করা হয়। আগামী ৯ নভেম্বর সেখানে ভোট হবে। তবে জানানো হয়নি গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। যদিও মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি বলেছিলেন, ১৮ ডিসেম্বরের আগেই ভোট হবে গুজরাটে। আর সেদিন হিমাচল প্রদেশের ভোটের ফল প্রকাশিত হবে। কিন্তু নির্দিষ্ট ভোটের দিন ঘোষণা না করায় ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস।
উল্লেখ্য, এর আগে সিপিএমও গুজরাতের ভোটের নির্ঘন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।