সাব্রুম মহকুমায় পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ অক্টোবর৷৷ পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী রতন ভৌমিকের সভাপতিত্বে আজ সাব্রুম ডাকবাংলায় সাব্রুম মহকুমার পানীয়জল ও স্বাস্থ্যবিধি বিষয়ক উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়৷ শুখা মরশুমে সাব্রুম মহকুমার যাতে পানীয় জলের সমস্যা সৃষ্টি না হয় সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়৷ দপ্তরের মন্ত্রী শ্রী ভৌমিক পানীয় জলের বর্তমান উৎসগুলি সচল রাখা, বিকল উৎসগুলি মেরামত করা, নতুন পানীয়জলের যে সমস্ত প্রকল্পের কাজ চলছে সেগুলির কাজ দ্রুত শেষ করা এবং খনন কাজ শেষ হওয়া প্রকল্পগুলি দ্রুত চালু করার উপর গুরুত্ব আরোপ করেন৷ মাগরুম, কাপতলী, লুধুয়া, হার্বাতলী, বেতাগা, বাগমারা ইত্যাদি উপজাতি অধ্যুষিতক এলাকার পানীয় জলের প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার জন্য বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বাজার এবং জাতীয় সড়কের পাশের জনবহুলত এলাকাগুলিতে সুলভ শৌচাগার নির্মানের জন্য পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক নির্দেশ দেন৷
বৈঠকে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক রীতা কর মজুমদার এবং প্রভাত চৌধুরী, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রুমা মজুমদার বসাক, এম ডি সি অরুণ ত্রিপুরা, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিকা দাস, পোয়াংবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বাবুল সেন, পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মুখ্য বাস্তুকার বিশুকুমার দেববর্মা, সাব্রুমের মহকুমা শাসক বিপ্লব দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ বৈঠকে এছাড়া রূপাইছড়ি পোয়াংবাড়ী এবং সাতচাঁদের বি ডি ওরা ব্লকের উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন৷