নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ প্রধানমন্ত্রী ঘোষিত মুদ্রা লোন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্প সহ স্বনির্ভরতার জন্য বিভিন্ন ঋণদান কর্মসূচির আজ অনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে ত্রিপুরায়৷ যদিও ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রকল্প গুলিতে ঋণদান প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ রাজ্যে এই প্রকল্পের অনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় শ্রম এবং কর্ম বিনিয়োগ দফতরের মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার৷ ইতিমধ্যে রাজ্যে এই প্রকল্পে ঋণ প্রাপকরা যে সাফল্য পেয়েছে তা সর্বসম্মুখে তুলে দেওয়া হয়৷ রাজ্যের প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে কেন্দ্রয়ী মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়া বলেন, সমস্যা সর্বত্রই রয়েছে৷ শুধু ত্রিপুরায় ব্যাঙ্কিং ক্ষেত্রে সমস্যার সম্মুখীন এমনটা নয়৷ কিন্তু সম্মিলিতভাবে সমস্যার সমাধান করার বিশেষ প্রয়োজন৷ তিনি আরোও বলেন, জনধন যোজনা বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প হিসাবে বিবেচিত হয়েছে৷ শুরুতে অর্ধেকের বেশী ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো ব্যাল্যান্সে খোলা হয়৷ কিন্তু এখন ৬৬ হাজার কোটি টাকা এই জনধন অ্যাকাউন্টে রয়েছে৷ যদিও ২৫ শতাংশ অ্যাকাউন্ট এখনো জিরো ব্যাল্যান্স চলছে৷ তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যেই যথেষ্ট সাফল্য এসেছে৷ এখন দেশের যুবক যুবতিদের দ্রুত স্বনির্ভর করা বিশেষ প্রয়োজন৷ তিনি বলেন, রাজ্য থেকে আমানত সংগ্রহ এবং সে তুলনায় ঋণদানের প্রবণতা খুবই কম৷ এই ধরনের অবস্থায় সাফল্য আশা খুবই খঠিন৷
2017-10-15