নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : সামর্থ্য বা যোগ্যতা না বিবেচনা করেই কিছু রাজনীতিবিদ নিজের সন্তানদের রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসেন। এভাবেই নাম না করে কংগ্রেসের বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে তোপ দাগলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। দিল্লিতে কৃষকদের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন সবুজ বিপ্লবসহ একাধিক প্রকল্প দেশের কৃষকদের আর্থিক দুর্দশা দূর করতে পারেনি। এমনকি বহু কৃষিজীবী মানুষ নিজেদের জীবিকা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর পর তিনি বলেন দেশের শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ীরা সন্তানদের নিজেদের পেশার সঙ্গে যুক্ত করতে চায়। ভাল দেখতে হোক বা না হোক অভিনেতারা নিজেদের সন্তানদের সিনেমায় নামাতে চায়। ঠিক তেমনি ভাবে সামর্থ্য বা যোগ্যতা না বিবেচনা করেই কিছু রাজনীতিবিদ নিজের সন্তানদের রাজনীতির আঙ্গিনায় নিয়ে আসেন। কিন্তু কোন কৃষক নিজেদের সন্তানদের কৃষি কাজের সঙ্গে যুক্ত করতে চান না।
অন্যদিকে কৃষকদের হাল ফিরিয়ে আনার লক্ষ্যে মোদী সরকারের একাধিক উদ্যোগ এবং প্রকল্পের প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
2017-10-15