নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ রান্নার এল পি জি গ্যাস সিলিন্ডার কেলেঙ্কারীর প্রতিবাদে আন্দোলনমুখী ভোক্তারা৷ প্রশাসনিক নিয়ন্ত্রণ না থাকায় কালোবাজারীদের বারবাড়ান্তে দুর্ভোগ পোহাচ্ছেন বৈধ গ্রাহকরা৷ শনিবার বড়জলা গ্যাস এজেন্সীর গ্রাহকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ গড়ে তুলেছেন৷ অভিযোগ, গ্যাস এজেন্সীতে নির্দিষ্ট বুকিং তারিখ থাকলেও গ্রাহকদের হয়রানি করা হচ্ছে৷ চাহিদা ও জোগানে সরকারী কোন ঘাটতি নেই৷ বড়জলা এস কে এস গ্যাস এজেন্সীতে মর্জিমাফিক সিলিন্ডার বন্টন করা হচ্ছে৷ রাস্তা অবরোধে বসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ ক্ষুব্ধ গ্রাহকরা গ্যাস এজেন্সী কর্মীদের রুমে তালা দিয়ে অবরোধে সামিল হয়েছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলা প্রশাসন ও খাদ্য দপ্তরের কর্মীরা৷ স্টক দেখানোর দাবী কৌশলীভাবে প্রশাসনিক আধিকারিকরা পাশ কাটিয়ে সমস্যা সমাধানের আশ্বাসের বুলি শুনিয়েছেন, অভিযোগ ক্ষুব্ধ ভোক্তাদের৷ অনতিবিলম্বে গ্যাস সংকট নিরসনে প্রশাসন সদর্থক প্রয়াসে গড়িমসি করলে আন্দোলন জোরদার করার হুশিয়ারী দিয়েছেন গ্রাহকরা৷
2017-10-15