নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ মেলাঘরের নেতাজি কর্র্ণর এলাকায় বাড়ির বাথরুমে ফাঁসিতে আত্মহত্যা করল এক কিশোরী৷ কিশোরী স্থানীয় সুকলের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে৷ এদিন দুপুরে বাড়ির বাথরুমে স্নান করতে গিয়ে আর বের হয়নি৷ দীর্ঘক্ষণ পর বহু চেষ্টা করে বাাড়ির লোকজন বাথরুমের দরজা ভেঙে দেখেন কিশোরীটি গলায় গামছা জারিয়ে ফাঁসিতে ঝুলছে৷ সাথে সাথে মেলাঘর থানায় পুলিশে খবর দেয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ তারা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ যার নম্বর হল ১৮/২০১৭৷ এদিকে, কিশোরীর ফাঁসির কারণ নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে৷
2017-10-14