নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর ৷৷ দীর্ঘ বছরের বাম রাজত্বে এই রাজ্যের শাসক দল ক্ষমতার অপব্যবহার, রক্ত চক্ষু, ভয়-ভিত্তি দেখিয়ে তাদের দখলে থাকা পঞ্চায়েত এংব পঞ্চায়েতের সচিবকে এক রকম হাতের মুঠো করে নিজেদের মর্জিমাফীক ভাবে পঞ্চায়েত পরিচালনা করে যাচ্ছেন৷ এমনই এক ঘটনা ফুটে উঠলো সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের অধিনে মানুবাজার থানার অন্তর্গত কলাডেপা এডিসি ভিলেজ কার্য্যালয়ে৷
দেড় বছর আগে ভিলেজের ভোট আইপিএফটি দল উত্তর কলাডেপা এডিসি ভিলেজ কার্য্যালয়টি দখল করে৷ সিপিএম দল আইপিএফটির ভিলেজ চেয়ারম্যান সুরেন্দ্র ত্রিপুরাকে বিভিন্ন রকম ললিপপ দেখিয়ে সিপিএমের দখলে নিয়ে আসে৷ সিপিএম দল সু-কৌশলে ভিলেজ কার্য্যালয়টি নিজেদের দখলে নিয়ে আসে৷ এরপর থেকে শাসক দল সুরেন্দ্র ত্রিপুরাকে আবার তাদের দলের চেয়ারম্যা্যন বানিয়ে সরকারী সমস্ত সুযোগ সুবিধা গুলি নিজেদের মর্জিমাফিক ভাবে চালিয়ে যাচ্ছে৷ সরকারী সমস্ত রকম সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ার কারণ নিয়ে ক্ষীপ্ত হয়ে আজ সকাল ১১ টায় ভিলেজের আইপিএফটি দলের কর্মী সমর্থকরা এবং বর্তমান আইপিএফটির ভাইস চেয়ারম্যান নিজেই ভিলেজ কার্য্যলয়ে তালা দিয়ে দেয়৷ ঘটনার খবর পেয়ে সাথে সাথে মনুবাজার পুলিশ ঘটনা স্থলে ছুটে আসেন৷ সারাদিন চলে যাওয়ার পরও দেখা মিলেনি সাতচাঁদ ব্লকের কোন দায়িত্বপ্রাপ্ত আধিকারদেব৷ জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সময় সিপিএম ও আইপিএফটি এই দুইটি দলের মধ্যে হাতাহাতি হয়৷ এই নিয়ে এলাকাতে দুই দলের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি দেখা দিয়েছে৷ এলাকাতে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে৷ ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও সুষ্টু মীমাংসার উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের৷ অশান্তি জিইয়ে রেখে ভোট বৈতরনী পার হওয়ার চক্রান্ত হচ্ছে অভিযোগ স্থানীয় উভয় দলীয় সমর্থকদের৷
এদিকে, অভিযোগ উঠেছে শাসক দলের তরফ থেকে নানা ছল চাতুরি করে বিরোধী দলের সদস্যদের নিজেদের কব্জায় নিয়ে যাচ্ছে৷ অনেক ক্ষেত্রে নানা ধরনের ভয়ভীতিও প্রদর্শন করা হচ্ছে৷ তবে এদিন আইপিএফটির তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা শাসক দলের রক্তচক্ষু ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে৷ প্রয়োজনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ আইপিএফটির এদিনের আন্দোলন কর্মসূচীর খবর পেয়ে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়৷ পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি আপতত নিয়ন্ত্রণে রয়েছে৷
2017-10-14