সিদ্ধান্তহীনতার ফলে বায়ুসেনার উন্নয়নে ফাঁক থেকে গিয়েছে দাবি প্রতিরক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) বিগত কয়েক দশকে ভারতীয় বায়ুসেনার সার্বিক আধুনিকিরণ না হওয়ার প্রসঙ্গে আগের কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। দিল্লিতে আয়োজিত তিনদিনব্যাপী বায়ুসেনার দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গতদশকে সময় মতো সিদ্ধান্ত না নেওয়ার ফলে ফাঁক দেখা দিয়েছে। তার ফলেই বায়ুসেনার সার্বিক আধুনিকিরণ ব্যাহত হয়েছে। তিনি বলেন বর্তমানে কেন্দ্রীয় সরকার বায়ুসেনার সার্বিক উন্নয়নের উন্য দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক গবেষণাস সংস্থা ডিআরডিও, অস্ত্র প্রস্তুতকারক সংস্থা অর্ডিন্যাস ফেকট্যারি বোর্ড এবং বায়ুসেনাকে একযোগে কাজ করার পরামর্শ দেন প্রতিরক্ষামন্ত্রী। বায়ুসেনায় দেশীয় প্রযুক্তি ব্যবহার বাড়ানোর পাশপাশি মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রয়োগের উপরেও জোর দেন প্রতিরক্ষামন্ত্রী।

উল্লেখ্য বর্তমানে বায়ুসেনার প্রয়োজন ৪২ টি স্কোয়াড্রন সেখানে রয়েছে মাত্র ৩৩ টি স্কোয়াড্রন। সম্মেলনে বায়ুসেনার পক্ষ থেকে আরও বেশি জঙ্গি বিমানের নিযুক্তি করার দাবি করা হয়। সেই অনুসারে আগামী কয়েক মাসে বেশি কয়েকটি এক ইঞ্জিন বিশিষ্টি জেট বিমান ভারতীয় বায়ুসেনাতে যুক্তি করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন বায়ুসেনার সক্ষমতা বৃদ্ধি করার জন্য উন্নয়নের প্রক্রিয়াগুলি অব্যাহত রাখতে হবে। উল্লেখ্য গত সপ্তাহে বায়সেনা প্রধান বিএস ধানোয়া বলেছিলেন ভারতীয় বায়ুসেনা পাকিস্তান এবং চিনের যে কোন আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *