মুম্বই, ১১ অক্টোবর (হি.স.) : ইউটিউবে পদ্মাবতীর ট্রেলার মুক্তির পর থেকে গোটা দেশজুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে। ট্রেলার মুক্তির কিছুক্ষণের মধ্যে দর্শক সংখ্যা বাড়তে থাকে পদ্মাবতীর। গোটা দেশজুড়ে ট্রেলারটির প্রশংসায় পঞ্চমুখ সবাই এবার সেই তালিকায় যুক্ত হলেন বাহুবলীর পরিচালক রাজামৌলি। এক ট্যুইট বার্তায় রাজামৌলি জানিয়েছেন দক্ষতার সঙ্গে সিনেমাটির প্রতিটি ফ্রেম ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন ট্রেলারটি অবিশ্বাস্য সুন্দর। উল্লেখ্য বলিউডে পিরিয়ডিক সিনেমা তৈরি করার জন্য খ্যাত সঞ্জয়লীলা বনসালী। এর আগে বাজিরাও মস্তানি এবং দেবদাসের মতো অনন্য সুন্দর সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে দক্ষিণী সিনেমায় বাহুবলীর মতো বিপুল বাজেটের পৌরাণিক সিনেমা বানিয়ে গোটা বিশ্বে ভারতীয় সিনেমার মান আরও বেশি বাড়িয়েছেন করেছেন রাজামৌলি। সূত্রের খবর তার তরফ থেকে প্রশংসা সূচক ট্যুইট পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ।
আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পদ্মাবতী। এই সিনেমায় মুখ্য চরিত্রে অর্থাৎ পদ্মিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোণকে অন্যদিকে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। রানী পদ্মিনীর স্বামী রানা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করবেন শাহিদ কাপুর। অন্যদিকে সিনেমাটির প্রদর্শন বন্ধ করার ব্যাপারে হল মালিকদের চাপ দিচ্ছে কার্নিসেনা যদিও সিনেমার প্রদর্শনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি।