নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা মানিক ভান্ডার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ যদিও অপহরণের ঘটনার পিছনে প্রণয় সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে পুলিশের অনুমান৷ তবে কমলপুর থানায় নাবালিকার বাবা যেহেতু অপরহণের মামলা দায়ের করেছেন তাই পুলিশ তৎপর হয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মানিক ভান্ডারের প্রমোদ সিংয়ের নাবালিকা মেয়ে সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে যায় গৃহশিক্ষকের কাছে পড়তে যাবে বলে৷ দুপুর হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি৷ সহপাঠীদের মাধ্যমে নাবালিকার বাবা প্রমোদ সিং জানতে পারেন এলাকারই রতন সিং নামে এক যুবকের সাথে ঐ নাবালিকাকে যেতে দেখা গিয়েছে৷ এই থেকেই অপহৃতার পরিবারের লোকজনের অনুমান রতন সিং ঐ নাবালিকাকে অপহরণ করেছে৷
ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ নাবালিকার পরিবার বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও কোন হদিশ না পেয়ে শেষ পর্যন্ত রতন সিংয়ের বিরুদ্ধে কমলপুর থানায় অভিযোগ জানানো হয় অপহরণের৷ এদিকে পুলিশ তদন্তে নেমে প্রাথমিক ভাবে জানতে পেরেছে রতন সিংয়ের সাথে ঐ নাবালিকার প্রণয়ের সম্পর্ক ছিল৷ পুলিশ রতন সিংয়ের পরিবারের লোকদের সাথে কথা বলেছে৷ কিন্তু, রতন সিংয়ের কোন হদিশ পায়নি৷ সাথে নাবালিকাকেও উদ্ধার করতে পারেনি৷
2017-10-10