ফাঁসিতে কিশোরীর আত্মহত্যা কলমচৌড়ায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ অক্টোবর৷৷ অভিমানের ছলে অল্প বয়সে একটি তাজা প্রাণ ঝড়ে গেল কলমচৌড়া থানা এলাকার পুটিয়া গ্রামে৷ রবিবার রাত্র ১১টায় পুটিয়া পুর্বপাড়ার আব্দুল আলিমের ছোট মেয়ে সাহিদা বেগম (১৫) খাবার নিয়ে রাগ করে ঘরের পেছনে থাকা সজিনা গাছের ডালে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ সে পুটিয়া উচ্চ বিদ্যালয়র নবম শ্রেণীর ছাত্রী৷ রাগের বশে তার আত্মহত্যায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে৷ কান্নায় ভেঙ্গে পড়েন তার সহপাঠীরা৷ যদিও এই সাহিদা ছিল তারা চার ভাই, দুই বোনের মধ্যে ছোট বোন৷ রয়েছে তার দুজন ছোট ভাই৷ তার দিন মজুরপিতা পুটিয়া রেশন দোকানে ওজন মাপার কাজ করেন৷