গান্ধিনগর, ১০ অক্টোবর (হি স) : পেট্রল ও ডিজ়েলের উপর থেকে ৪ শতাংশ ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) তুলে নিল গুজরাত সরকার। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার এবিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এই সিদ্ধান্তের জেরে ওই রাজ্যে এবার পেট্রলের দাম লিটার প্রতি ২.৯৩ টাকা কমবে এবং ডিজ়েলের দাম কমবে প্রতি লিটারে ২.৭২ টাকা। এদিন মাঝরাত থেকেই এই নয়া দাম গুজরাতে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবরের প্রথমেই পেট্রল ও ডিজ়েলের উপর এক্সাইজ় ডিউটি প্রতি লিটারে ২ টাকা কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সব রাজ্যগুলির কাছেই ৫ শতাংশ হারে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন।
2017-10-10