পৃথক বোড়ো রাজ্যের দাবিতে প্রস্তাবিত রেল অবরোধ অসমে, যাত্রী দুর্ভোগ চরমে

গুয়াহাটি / কোকরাঝাড় (অসম), ১০ অক্টোবর, (হি.স.) : পৃথক বোড়োল্যান্ডের দাবিতে প্রস্তাবিত ১২ ঘণ্টার রেল অবরোধ কর্মসূচি পালন করেছে আলোচনাপন্থী অস্ত্রবিরত উগ্রপন্থী সংগঠন এনডিএফবি (প্র)-সহ কয়েকটি সংগঠন। রেল অবরোধের জেরে কোকরাঝাড় এবং শোণিতপুর জেলায় কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে পড়েছে। প্রস্তাবিত রেল অবরোধ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
পৃথক বোড়োল্যান্ডের দাবিত এনডিএফবি (প্র), আবসু, পিপল জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বড়োল্যান্ড মুভমেন্ট (পিজেএসিবিএম), ইউপিপিএল প্রভৃতি সংগঠনের কর্মী-সমর্থকরা কোকরাঝাড়, গোসাঁইগাঁও, বাসুগাঁও, শোণিতপুর, ঢেকিয়াজুলি, চৌতারা ইত্যাদি রেলস্টেশনের রেলওয়ে ট্র্যাকের ওপর বসে পৃথক বোড়োল্যান্ড এবং বিটিসি এলাকার বাইরে বসবাসকারী বোড়োদের সুরক্ষার দাবিতে এই কর্মাসূচি পালন করছে বলে জানিয়েছেন এনডিএফবি (প্র) সাধারণ সম্পাদক গোবিন্দ বসুমতারি। এক রাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বলা হয়েছিল, সরকার গড়লে দু মাসের মধ্যে তাঁদের দাবি-দাওয়া পূরণের পাশাপাশি সব সমস্যাবলি দূর করবে বিজেপি। কিন্তু তিন বছর হয়ে গেছে। লক্ষ্যপ্ৰাপ্তিতে কেন্দ্ৰীয় সরকার কেবল অবহেলা ও বঞ্চনা ছাড়া আর কিছুই দেয়নি এনডিএফবি (প্র)কে।
তাই এবার বাধ্য হয়ে তাঁরা দাবি আদায়ে সংগ্ৰামের পথে যেতে বাধ্য হয়েছেন। সে অনুযায়ী আজ ১০ অক্টোবর ১২ ঘণ্টার রেলপথ অবরোধ কর্মসূচি তাঁরা পালন করছেন। এর পরও তাঁদের দাবির ভিত্তিতে সরকার কোনও গুরুত্ব না দিলে পরবর্তীতে আরও ভয়াবহ আন্দোলনের পথ নেবেন তাঁরা, জানিয়েছেন বসুমতারি।
এদিকে বিভিন্ন রেলস্টেশনে ট্রেন আটকে দেওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে।