দিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : নোটবাতিলের সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। দেশের তাবড় তাবড় অর্থনীতিবিদরাও এজন্য প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সমালোচনা হয়েছে বিজেপির অন্দরেও। তবে, অন্য কথা শোনা গেল এবারের নোবেলজয়ী অর্থনীতিবিদ রিচার্ড থ্যালারের গলায়। নোট বাতিল সিদ্ধান্তের প্রশংসা করলেন এই অর্থনীতিবিদ। অর্থনৈতিক মন্দার জন্য সপ্তাহ দু’য়েক আগেই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি।
কালো টাকা বিরুদ্ধে লড়াই চালাতে এবং ক্যাশলেস লেনদেনে উৎসাহ জোগানে পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পদক্ষেপকে প্রশংসা করেছেন রিচার্ড। উল্লেখ্য, সোমবার অর্থনীতিতে নোবেল পান অ্যামেরিকার এই অর্থনীতিবিদ। ব্যবহারিক অর্থনীতির জন্য নোবেল দেওয়া হয় তাঁকে। অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানব মনস্তত্ত্বের প্রভাব তুলে ধরায় তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল পুরস্কার মনোনয়ন কর্তৃপক্ষ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বিজয়ী হিসেবে থ্যালারের নাম ঘোষণা করে।
গত বছর ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নোটবাতিল ঘোষণা করার পর পরই অধ্যাপক রিচার্ড থ্যালার টুইট করেন, এটা এমন একটা পথ যেটা আমি দীর্ঘদিন সমর্থন করছি। ক্যাশলেসের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ এবং দুর্নীতি কমানোর পক্ষে ভালে শুরু। তবে, অপর একটা টুইটে এই অর্থনীতিবিদ ২ হাজার নোট চালুর উদ্যোগকে নিরাশাজনক বলে বর্ণনা করেছেন।
2017-10-10