নিজস্ব প্রতিনিদি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ পরকীয়া প্রেমে স্ত্রীর বাধা দিতেই কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব থানাধীন শহরতলির প্রতাপগড় এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে বিশ্বজিৎ সরকার স্ত্রী ও কন্যা সন্তান রেখে এলাকার তারা দাস নামে এক মহিলার সঙ্গে ফস্টিনস্টি করতো৷ বহুবার স্থানীয়রা বাধা দেওয়ার পরও সঠিক রাস্তায় ফিরে আসেনি৷ শনিবার রাতে বিশ্বজিৎ সরকার এবং বড় ভাই রণজিৎ সরকার দুজনে গৃহবধূ পূজা সরকারকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযো নিগৃহীতার পরিবারের লোকজনের৷ পূজা সরকার বর্তমানে জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গিয়েছে৷ থানায় মামলা করলেও অভিযুক্ত এখনো পলাতক৷ পুলিশি তদন্ত নিয়ে সন্দীগ্দ নির্যাতিতার পরিবারের লোকজন৷
2017-10-08