নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের ঘটনায় ধৃত শচীন্দ্র দেববর্র্মকে শনিবার পুলিশ

রিমান্ড শেষে আদালতে তোলা হলে তাকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে আদালত৷
এদিন তাকে আদালতে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে নানারকম অঙ্গভঙ্গি এবং হুমকি দিয়েছে শচীন্দ্র দেববর্র্ম৷ জানা গেছে, পুলিশ আদালতে পুনরায় তাকে পুলিশ রিমান্ডে রাখার কোন আর্জি জানায়নি৷ আগামী ২০ অক্টোবর পুনরায় তাকে আদালতে তোলা হবে৷ ততদিন প্রয়োজনে জেল হেপাজতে রেখেই পুলিশকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত৷
এদিকে, বর্তমানে ত্রিপুরা উপজাতি এলাকা স্বাশাসিত জেলা পরিষদের সদর দপ্তর খুমুলুখ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আপাতত ১৪৪ ধারা তুলে নেয়া হয়েছে৷ তবে এলাকাতে এখনও পর্যন্ত পরিমাণে নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে৷ অন্যদিকে গত বুধবার বলেন্দ্র দেববর্মাকে গ্রেফতারের পর থেকে তার দেওয়া তথ্যেত বিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশি চালানও হও নিখোঁজ জীবন দেবনাথের৷ কিন্তু এখনও গাড়ি চালক জীবন দেবনাথের কোন খোঁজ পাওয়া যায়নি৷ এদিকে পুলিশ তল্লাশির সুবিধার জন্য সন্দেহজনক কয়েক স্থানে জঙ্গলে ড্রজার নামিয়ে জঙ্গল পরিষ্কার করে৷ খোঁড়া হয় মার্টিও৷ এমনকি পার্শ্ববতী একটি ছড়ার জল বাধ দিয়ে শুকনো অংশে মার্টি খুঁড়ে তল্লাশি চালানো হয়৷ কিন্তু দেহ পাওয়া যায়নি৷ অনেক খোঁজর পর পুলিশের ধারণা বলেন্দ্র দেববর্মা হয়তো মিথ্যা বলছে নয়তো পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ তাই পুলিশ আপাতত বলেন্দ্র দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্যের সত্যতা যাচাই করছে৷