
মুকুল রায় তাদের সঙ্গে না আসায় কার্যত ক্ষুব্ধ নতুন এই দলটির সভাপতি অমিতাভ মজুমদার৷ রবিবার তিনি বলেন, ‘মুকুল রায়ের গাছে তুলে মই কেড়ে নেওয়াকে অনেক কর্মীই ভাল চোখে নিচ্ছে না’৷
সেই 2015-তে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, তৃণমূলের সঙ্গ ত্যাগ করবেন মুকুল রায়৷ ক্রিজ আঁকড়ে পড়েছিলেন তৃণমূলের একদা ‘সেকেন্ড ইন কমান্ড’৷ নিজেই দিল্লিতে নির্বাচন কমিশনে দৌড় ঝাঁপ করে নিজেই গড়ে তুলেছিলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসকে৷ ২০১৭তে পরিস্থিতি পাল্টেছে৷ তৃণমূল থেকে পঞ্চমীর দিন নিজেই ইস্তফার কথা জানিয়েছিলেন মুকুল৷ তার এক ঘন্টার মধ্যে তৃণমূল ভবন থেকে তাকে ‘সাসপেন্ড’ করার কথা ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর পরেই জল্পনা শুরু হয় মুকুল রায় বি জে পি-তে যাবেন না, নিজের হাতে তৈরি দল জাতীয়তাবাদী কংগ্রেসকে সক্রিয় করবেন।
জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের ‘সম্মুখ মুখ’ দলের সভাপতি অমিতাভ মজুমদারের সঙ্গে
যোগাযোগ করলে তিনি জানান, ‘এক মাস আগে মুকুল রায়কে বলেছিলাম, আমাদের দলটা নিয়ে কথা বলতে চাই৷ একদিন বসব৷ উনি দিন জানানোর কথা বললেও এখনও কোনও উত্তর দেন নি’৷ রাখঢাক না করেই এখন তিনি বলছেন, ‘গাছে তুলে মই কেড়েছেন ‘। একমাস আগে মুকুল রায় কথা দিয়েছিলেন অমিতাভ মজুমদারদের সঙ্গে বৈঠক করবেন৷ কিন্তু তা না করে চলে গেলেন দিল্লি৷ তবে গত একমাসে কলকাতায় কিন্তু বহু বৈঠক করেছেন মুকুল রায়৷
যদিও রবিবার তিনি জানিয়েছেন, মুকুল রায়ই জাতীয়বাদী তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা৷ তাই মুকুলকে তাঁদের দলেই যোগ দেওয়ার আহ্বান জানান অমিতাভ মজুমদার৷ বলেন, জাতীয়বাদী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিন মুকুল রায়। আমরা এটাই চাই।
এই মুহুর্তে দিল্লিতে আছেন মুকুল রায়৷ আগামী সপ্তাহে রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূল কংগ্রেসের সদস্য পদ ছাড়বেন বলে দাবি করেছেন তিনি। তারপরই নাকি স্পষ্ট করবেন নিজের রাজনৈতিক অবস্থান৷ বি জে পি কর্মীদের সঙ্গে মুকুল রায়ের গোপন বৈঠক করেন , রাজ্য বি জে পি অফিসে মুকুলের বিজয়ার শুভেচ্ছা মিষ্টি পাঠান। মুকুলের সাম্প্রতিক ‘ হিন্দু প্রীতি’ মন্তব্যে তাঁর বি জে পি-র প্রতি দুর্বলতা রাজনৈতিক মহলে চর্চার পারদ বাড়িয়ে দিয়েছে৷
অমিতাভ মজুমদার রবিবার মুকুল রায়ের সি বি আই ভীতির নাম না করে স্পষ্ট ভাষায় বলেন, ‘বি জে পি-তে গেলে বুঝতে হবে কোনও বাধ্য-বাধকতা আছে তাই বড় দলে যেতে হচ্ছে’৷
এই বাধ্যবাধকতা বলতে রাজনৈতিক মহল মনে করছে নারদ আর সারদা কান্ড নিয়েই খোঁচা দিলেন চাইলেন মুকুল রায়ের এক সময়ের অনুগামী৷
মুকুল রায়ের বি জে পি প্রীতিকে যে ভাল চোখে দেখছেন না তাঁরা, তা কিন্তু বুঝিয়ে দিয়েছেন অমিতাভ মজুমদার ৷ বলেন, ‘ মুকুল রায় বি জে পিতে গেলে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস নিজের অস্তিত্ব রেখেই এগোবে ‘৷ তিনি জানান, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে লড়বে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস৷ এর জন্য দ্রুত জেলা ও অন্য স্তরের কমিটিও তৈরি করা হবে৷ এর জন্য অন্য দলের সঙ্গে সমঝোতাতেও যেতে প্রস্তুত তাঁরা৷ ৷ অন্য দলের বিধায়ক, সাংসদরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও তিনি দাবি করেন৷ তবে কথা দিয়েও মুকুল রায় মুকুল রায় জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসে না এলেও, তাঁদের বন্ধু হিসাবেই থাকবেন বলে জানিয়েছেন অমিতাভ মজুমদার৷