তিরুভনন্তপুরম, ৮ অক্টোবর (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই গার্ড অফ অনার গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ রবিবার তিরুভনন্তপুরমের বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ তখন প্রবল বৃষ্টি পড়ছিল ৷ ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে ভারতীয় সেনার সর্বাধিনায়ক রামনাথ কোবিন্দ এই সম্মান গ্রহণ করলেন৷
রাষ্ট্রপতি পদে আসার পর এই প্রথম কেরল সফরে আসেন তিনি৷ তিরুঅনন্তপুরমের বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ সেই সময়ই অঝোরে বৃষ্টি পড়ছিল৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য একটি কভার দেওয়ার চেষ্টা করে৷ কিন্তু সেই ছাতা নিতে অস্বীকার করেন তিনি৷ ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে ভারতীয় সেনার সর্বাধিনায়ক রামনাথ কোবিন্দ এই সম্মান গ্রহণ করলেন৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার রাজ্যপাল পি সাথাশিবম এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ এরপরই হেলিকপ্টারে চড়ে সেখান থেকে বেরিয়ে যান তিনি৷ কোল্লামে মাতা অমৃতনন্দময়ীর ৬৪তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি৷রবিবারই দিল্লি ফিরে যান নিউদিল্লিতে৷