নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৭ অক্টোবর৷৷ নেশা বিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য অর্জন করে সাধারন মানুষের নজর কাড়ল কলমচৌড়া থানার পুলিশ৷ আজ বিকাল ৫টা নাগাদ মধ্য বক্সনগরের বিষ্ণু ঘোষ নামে এক ব্যক্তি মানিক্যনগর গ্রামে রাস্তা দিয়ে ১৩৮টি বিলেতী মদের বোতাল সহ গ্রেপ্তার হয়৷ পুলিশের মোলাই ইউনিট তাকে গ্রেপ্তার করেছে৷ উদ্ধার করা মদের বাজার মূল্য ৪০ হাজার টাকা৷ উল্লেখ্য, বেশকিছু দিন যাবৎ কলমচৌড়া থানার পুলিশ নেশাবিরোধী অভিযানে সাফল্য পাচ্ছে এবং বাইক চোরসহ ধরতে পাচ্ছে সাধারন মানুষের কাছে জানা গেছে ইদানিং চোরের ভয় কিছুটা কাটানো সম্ভব হয়েছে৷ আতঙ্ক কমছে এধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে৷
প্রসঙ্গত বক্সনগর সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই বাইক সহ অন্যান্য সামগ্রী বাংলাদেশে পাচার করা হয়৷ এই এলাকায় কর্মরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে৷ জওয়ানদের কর্তব্যে গাফিলতির অভিযোগ থাকলেও ইদানীং জওয়ানরা কিছুটা সক্রিয় হয়েছে৷ তাই পুলিশের সাথে একজোট হয়ে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে৷
2017-10-08