আজ গুয়াহাটিতে পৌঁছচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দল, আরও চার হাজার টিকিট অনলাইনে

গুয়াহাটি, ৮ অক্টোবর, (হি.স.) : ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে ক্ৰিকেট উন্মাদনায় মাতোয়ারা গুয়াহাটি। আগামী ১০ অক্টোবর টি-২০ ক্রিকেট লড়াই। তাই আজ রবিবারই প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়ারা গুয়াহাটি এসে যাবেন।
সোমবার তাঁরা বৰ্ষাপাড়া স্টেডিয়ামে অনুশীলন করবেন। ক্রিকেট খেলার টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের জন্য আজ আরও চার হাজার অতিরিক্ত অনলাইন টিকিটের ব্যবস্থা করেছে আসাম ক্রিকেট সংস্থা (এসিএ)। বুক মাই শ-এর মাধ্যমে আজ বেলা একটা থেকে চালু করা হয়েছে অনলাইন টিকিট।
এদিকে বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি পূর্বোত্তরের ক্রীড়ানুরাগীরা একই ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ক্রিকেট-জ্বরেও। আগামী ১০ অক্টোবর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়া বনাম বিশ্ব চেম্পিয়ান অস্ট্রেলিয়ার টি-২০ খেলা দেখতে উন্মুখ তাঁরা। টিকিট যোগাড়ে অহরাত্র দৌড়ঝাঁপ সর্বত্র। ইতিমধ্যে গতকাল টিকিট শেষ হয়ে হয়ে গেলে হই-হট্টগোল বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে আজ অতিরিক্ত আরও চার হাজার টিকিটের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সাকুল্যে মোট ২৩ হাজার দর্শকাসনের ব্যবস্থা ছিল।